Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিবন্ধিত করদাতার অর্ধেকের বেশি রিটার্ন দেননি'




নিবন্ধিত করদাতার অর্ধেকের বেশি আয়কর রিটার্ন দেননি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাবে, এবার রিটার্ন দিয়েছে মাত্র ২২ লাখ করদাতা। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, করযোগ্য আয় থাকা সত্বেও যারা রিটার্ন দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২০১৭ সালে অনলাইন নিবন্ধন বা ইটিআইএন নেয়া করদাতার সংখ্যা ছিল প্রায় ২৯ লাখ। রিটার্ন জমা হয় প্রায় ১৮ লাখ। পরের বছর নিবন্ধিত করদাতার সংখ্যা দাঁড়ায় ৩৮ লাখে। রিটার্ন জমা হয় প্রায় ২১ লাখ। এবার ৪৬ লাখ নিবন্ধিত করদাতার রিটার্ন জমা হয়েছে মাত্র ২২ লাখ। ব্যক্তি শ্রেণির রিটার্ন জমার সময় শেষ হলেও কোম্পানি করদাতারা আরও সময় পাচ্ছেন। ফলে জমার পরিমাণ কিছুটা বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তার মতে, ভীতি ও অনীহার কারণে রিটার্ন জমার হার তেমন বাড়ছে না। এনবিআর চেয়ারম্যান জানান, করযোগ্য আয় থাকার পরও যারা রিটার্ন দেননি, তাদের প্রতি কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড। এসব করদাতাকে নোটিস করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তারা জানান, এ অর্থবছরের নভেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় তের ভাগ বেশি। কর্মকর্তারা জানান, রিটার্ন জমা তেমন না বাড়লেও আয়কর আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply