চতুর্থ দিন শেষে ৫ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ৪র্থ দিনশেষে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। হাতে আছে ৮ উইকেট। এদিন জো রুটের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রান করে অলআউট হয় ইংলিশরা। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে কিউইরা।
হ্যামিল্টনে আগের দিনে করা ২৬৯ রান আর হাতে ৫ উইকেট নিয়ে ৪র্থ দিন ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুটা বেশ ভালোই হয় থ্রি লায়নদের। জো রুট আর পোপ মিলে বেশ ক্ষাণিক্ষণ ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন। ৭৫ রান করে পোপ ফিরে গেলেও একপাশ আগলে ব্যাট করে যান রুট। তুলে নেন ডাবল সেঞ্চুরি। তার ২২৬ রানে চড়ে শেষপর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ড দলীয় স্কোর পায় ৪৭৬ রান।
ওয়াগনার প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে তুলে নেন ৫ উইকেট। জবাবে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হোঁচট খায় কিউইরা। ২ রানেই হারায় রাভালকে। পরে ২৮ রানে লাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন উইলিয়ামসন ও টেইলর। ২ উইকেটে ৯৬ রান নিয়ে দিনশেষ করে নিউজিল্যান্ড।
Tag: Advertisement games

No comments: