জয় পেল না আর্সেনাল
ভাগ্য বদলায়নি আর্সেনালের। কোচ বিদায় করেও জয়ের মুখ দেখতে পারেনি গানাররা। ইপিএলে নরওয়িচ সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়ার পর ফ্রেডির প্রথম অ্যাসাইনমেন্ট ছিল প্রতিপক্ষের মাঠে। কিন্তু, ঝলক দেখানো তো দূরে থাক, এখনো নিজেদের হারিয়েই খুঁজছে গানাররা। ম্যাচের মাত্র ২১ মিনিটেই পিছিয়ে যায় আর্সেনাল। স্বাগতিকদের হয়ে স্কোর করে তিমু পুক্কি। সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করেনি গানাররা। ২৯ মিনিটে স্পট কিক থেকে স্কোরশিটে নাম লেখান অবামেয়াং।
প্রথমার্ধ্বের খেলা শেষ হওয়ার একবারে অন্তিম মুহূর্তে আবারো সফরকারীদের থমকে দেয় নরওয়িচ সিটি। পালটা আক্রমণ থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গোল করেন ক্যান্টওয়েল। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে উঠে ফ্রেডি বাহিনী। ৫৭ মিনিটেই দ্বিতীয়বারের মতো দলকে সমতায় আনেন অবামেয়াং। এরপর অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোন দল। টানা ৮ ম্যাচে জয়হীন থেকেই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।
Tag: Advertisement games

No comments: