পাহাড়ের মাটিতে ব্রোকলি
পাহাড়ের মাটিতে ব্রোকলি। বিদেশী এই সবজি চাষ করে সম্ভাবনা জাগিয়েছে রাঙামাটিতে। ইতালীয় জাতের এক একটি ব্রোকলির ওজন হয়েছে ৫শ' গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। তার এ সফলতায় সবজিটি পাহাড়ের মাটিতে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
লংগদু উপজেলার চাল্যাতলি গ্রামে কাপ্তাই হ্রদ কাছে পাহাড়ের উপর জাহাঙ্গীর আলমের বাড়ি। গত ডিসেম্বর পাহাড়ের উপরে প্রায় ২০ শতক জমিতে মাটি সমান করে সেচের ব্যবস্থা করেন। পরে রোপন করেন ১২শ ব্রোকলির চারা। রঙিন মাটিতে দেন নিজের বানানো জৈব সার। পরিচর্যার পর প্রতিটি ব্রোকলির ওজন হয়েছে ৫শ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। উৎপাদিত পণ্য বিক্রি করে এ বছর ভালে লাভের আশা তার।
পুষ্টিগুণ সম্মৃদ্ধ সবুজ এই সবজিটির বাজারে বেশ চাহিদা। পাহাড়ের উর্বর জমিতে শীতকালীন অন্যান্য সবজির সাথে চাষ করলে তার মত আরো চাষি লাভবান হবেন আশা জাহাঙ্গীরের।
রাঙামাটির বাজারে ব্রোকলির দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। এ সবজিটির সাথে পরিচয় ছিলনা এখানকার চাষিদের। কিন্ত এখন জাহাঙ্গীরের সফলতা দেখে অনেকেই চাষে আগ্রহী হচ্ছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা।
কোন কীটনাশক ব্যবহার না করায় এসব সবজি নিরাপদ উৎপাদকের তালিকাভুক্ত করে পরামর্শ ও উপকরণ দিয়ে সহযোগীতা করছে কৃষি বিভাগ।
Tag: Zilla News
No comments: