সারাদেশের ভোটার তালিকার হালনাগাদ খসড়া প্রকাশ
সারাদেশের ভোটার তালিকার হালনাগাদ খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ মার্চ। খসড়ায় মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১শ’৮৭। নতুন ভোটার ৬৭ লাখ ৫৮ হাজার ৩শ’৪১ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩শ’ ৫৩ জন।
১ জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম হয়েছে তাদের এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দুই বছরের ভোটার তালিকা হালনাগাদ খসড়া করা হয়েছে। খসড়ায় মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১শ ৮৭ জন। নতুন ভোটার ৬৭ লাখ ৫৮ হাজার ৩শ ৪১ জন; এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১শ ৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮শ ২৫ জন । এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন। খসড়ায় বাদ পড়েছেন ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন।
নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খসড়া তালিকায় কেউ কিছু সংশোধন করতে চাইলে ৫ ফেব্রুয়ারি আবেদন করতে পারবেন। আবেদন নিষ্পত্তি করা হবে ১২ ফেব্রুয়ারি। চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ পাবে ১ মার্চ।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ঢাকার দুই সিটি নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মার্কিন যুক্তরাষ্ট্র সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে বলেও জানান মিলার।
Tag: Featured

No comments: