থানা হেফাজতে মারা যাওয়া এফডিসি কর্মকর্তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে মারা যাওয়া এফডিসি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাবুর মাথা ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর সন্ধ্যায় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।
রোববার ভোরে তেজগাও শিল্পাঞ্চল থানা হেফাজতে বিএফডিসি’র ফ্লোর ইনচার্জ আবু বক্করের রহস্যজনক মৃত্যু হয়। এটিকে আত্নহত্যা দাবি করে পুলিশ। কিন্তু পরিবারের অভিযোগ, পুলিশী নির্যাতনেই আবু বক্কর মারা যান।
প্রতিবাদ জানাতে সকালে এফডিসি’র প্রধান গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। রোববার ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে এক নারীর করা মামলায় গ্রেফতার হন বাবু। ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
Tag: others

No comments: