আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে
। ক্যারিয়ারে প্রথম বারের মতো এতো বড় অর্জন লিভারপুলের এই তারকা স্ট্রাইকারের।
দুর্দান্ত ফর্মে আছেন সেনেগালের এই ফুটবলার। গত মৌসুমে ইংলিশ লিগে ৫০ ম্যাচে করেছেন ২৬ গোল। আর চলতি লিগে অলরেডদের হয়েও খেলছেন দুর্দান্ত। ২৮ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১৫ গোল। ব্যাপক আলোচনায় থাকা মরক্কোর ফুটবলার মোহাম্মাদ সালাহ'কে পেছনে ফেলে বর্ষসেরা আফ্রিকার ফুটবলার ট্রফি জিতে নেন সাদিও মানে।
গেলো দুই বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের শ্রেষ্ঠত্ব জিতেছিলেন সালাহ। সাদিও মানে সেনেগালের দ্বিতীয় ফুটবলার হিসেবে হলেন আফ্রিকার বর্ষসেরা। এর আগে হাদি দিউফ ২০০১ ও ২০০২ সালে সেনেগালের প্রথম ফুটবলার হিসেবে এই ট্রফি জেতেন।
Tag: games

No comments: