Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কেনো অস্ট্রেলিয়া ক্রিকেট সেরা জানালেন ওয়াটসন




কেনো অস্ট্রেলিয়া ক্রিকেট সেরা জানালেন ওয়াটসন কেনো অস্ট্রেলিয়া ক্রিকেট দল সেরা হয় বারবার? এমন প্রশ্নে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শেন ওয়াটসন জানিয়েছেন, ছোট বেলা থেকে যারা খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। তারা সর্বোচ্চটা দিয়ে লেগে থাকে। আর তাদের মাঝে ঐ খেলা জয় করার তীব্র ক্ষুধা থাকে। এ কারণেই অস্ট্রেলিয়াও দল হিসেবে সেরা হয়। এছাড়াও, ক্রিকেটকে গ্লোবাল গেমে পরিণত করতে হলে আইসিসিকে ক্রিকেটের পরিধি আরো বৃদ্ধির পরামর্শ দেন। নয় ক্রিকেট বিস্মায়ন থেকে যাবে দিবা স্বপ্ন। গেলো কয়েক দশক হলো ক্রিকেট বিশ্বে রাজত্ব ক্রিকেট অস্ট্রেলিয়ার। এ পর্যন্ত ১২টি বিশ্বকাপের মধ্যে ৫টি ট্রফি গেছে অস্ট্রেলিয়ার ঘরে। এছাড়াও, প্রথম দল হিসেবে রেকর্ড ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ হ্যাটট্রিক ট্রফি জয়ের রেকর্ড অজিদের। প্রজন্ম এসেছে প্রজন্ম গেছে। কিন্তু, কখনো কি কারও কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়া খর্ব শক্তির দল। অথচ অনেকে শুনলে অবাক হবেন খেলাধুলার মধ্যে অস্ট্রেলিয়ানদের কাছে জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট শীর্ষ দশের মধ্যে একেবারে তলানিতে। কিন্তু, তার পরেও টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব জুড়ে অস্ট্রেলিয়ার কেন এতোটা শাসন। প্রশ্নটা বেশ স্বাভাবিক ভাবেই নিয়ে উত্তর দিলেন ওয়াটসন। তিনি বলেন, আমি যেটা বিশ্বাস করি। শুধু ক্রিকেট নয়। যে কোনো খেলাধুলার ক্ষেত্রে সবাই খুবই বেশি সচেতন থাকে। এক্কেবারে ছোটবেলা থেকে যে, যে ধরনের খেলার প্রতি ঝোকে সেই খেলাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাদের মাঝে ঐ খেলা জয়ের ক্ষুধা থাকে। অথাৎ তাকে এটা পারতেই হবে এই মানসিকতা সে বেড়ে উঠে। শেষ ওয়াটসনকে কাছে পেয়ে সংবাদ কর্মীদের হরেক রকমের প্রশ্ন। নিখুঁত কাভার ড্রাইভ সবগুলো প্রশ্নে উত্তরে। জানতে চাওয়া হয়েছিলো। ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্ব হাতেগোনা কয়েকটা দেশে। ভবিষ্যতে ক্রিকেট কি বিস্মায়ন সম্ভাব। খেপাটে এই অজি অলরাউন্ডার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইসিসিকে। বললেন, ক্রিকেট গ্লোবাল গেম! অবাক করলেন। কবে হবে! আইসিসির কাছে এটা বিশাল বড় এক চ্যালেঞ্জ/ ক্রিকেট বিস্মায়নে। কারণ আইসিসি আমেরিকার ক্রিকেট বাণিজ্য কি ধরতে পেরেছে। কবে ধরতে পারবে। ঐ দেশগুলোতে ক্রিকেটের বিকাশ বাড়াতে হবে। এটা কি পেরেছে আইসিসি। ক্রিকেটে পরিধি কতোটা বৃস্তিত হয়েছে পৃথিবী জুড়ে। সাংবাদিকদের প্রশ্নে ওয়াটসন দক্ষ্য ব্যাটসম্যানের মতোই স্কয়ার কার্ট কিংবা ট্রেট ড্রাইভ খেলেছেন। মজার করে একটি প্রশ্ন ছিলো। ক্রিকেট ক্যারিয়ারে কোন কোন বোলারদের বিপক্ষে ব্যাটিং করতে ঘাম ঝড়াতে হয়েছে ওয়ানটসনকে। যা উত্তর দিলেন তাতে ওয়ানটসনের দৃষ্টিতে মাঠেই শুধু নয় দেশ প্রেমের দিক থেকে অস্ট্রেলিয়াও সেরা হওয়া দাবিদার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply