আরববিশ্বে প্রথম পরমাণু চুল্লি তৈরি করছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের মধ্যে প্রথম পরমাণু চুল্লি তৈরির অনুমোদন দিয়েছে। দেশটির রাজধানী আবুধাবির পশ্চিমে পারস্য উপসাগরের কাছে এ চুল্লি নির্মাণের জন্য বিশেষজ্ঞদের অনুমোদন দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বারাকাহ পরমাণু স্থাপনায় এ চুল্লি নির্মাণ করা হবে।
পরমাণু চুল্লির জন্য আমিরাতের জাতীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থাও সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশটি চারটি পরমাণু চুল্লি নির্মাণ করবে। তবে প্রাথমিকভাবে একটির নির্মাণ কাজ শুরু হবে।
এর আগে গত মাসে আমিরাতের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই পরমাণু স্থাপনা আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে। পরমাণু স্থাপনা চালুর ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করেননি হামাদ আল-কাবি।
Tag: world

No comments: