আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার
সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আসাদ বাহিনীর যে অভিযান চলছে তাতে নিজেদের সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া।
সিরীয় বাহিনীকে সমর্থন দেয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের আহ্বান প্রত্যাখ্যান করে এ ঘোষণা দেয় ক্রেমলিন।
সোমবার এক বিবৃতিতে, ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ জানান, ইদলিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আসাদ সরকার। সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থন আগেও যেমন ছিল আগামীতেও তা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
এর আগে, আসাদ সরকারের পক্ষ না নিতে রুশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন ও আঙ্কারা।
Tag: world

No comments: