চীন ফেরত ছাত্রের শরীরে মেলেনি করোনা ভাইরাস--ডা. দেবেন্দ্র নাথ সরকার
রংপুর মেডিকেলে চিকিৎসাধীন চীন ফেরত ছাত্রের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ১২ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, জ্বর নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি চীন ফেরত ছাত্রকে পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকারকে আহ্বায়ক করে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ওই ছাত্রকে পরীক্ষা নিরীক্ষার পর বোর্ডের প্রধান সাংবাদিকদের জানান, ওই ছাত্রের জ্বর, সর্দি, কাশি নেই। তারপরও আইইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
শনিবার রোগতত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটের কর্মীরা ওই ছাত্রের নমুনা সংগ্রহ করে। রোগীকে বিশেষ ব্যবস্থায় একটি ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসক ও নার্স ছাড়া কাউকেই সেখানে যেতে দেয়া হচ্ছে না।
গত ২৯ জানুয়ারী চীন থেকে বাংলাদেশে আসেন ওই ছাত্র।
No comments: