Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স’র ফুয়েল ট্যাংকে আবর্জনা




পরপর দু’টি মারাত্মক দুর্ঘটনার পর উড্ডয়ন বন্ধ রাখা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন বেশ কিছু উড়োজাহাজে দেখা দিয়েছে আরেক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি। সেগুলোর ফুয়েল ট্যাংকের ভেতর পাওয়া গেছে নানারকম আবর্জনা। নতুন এই আবিষ্কারের ঘটনাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে কর্মীদের কাছে মন্তব্য করেছেন উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটির ৭৩৭ প্রকল্প প্রধান। অবশ্য বোয়িংয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন এই ইস্যুর কারণে উড়োজাহাজটির কাজে ফেরার তারিখ আর পেছাবে না। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষ থেকে তার মুখপাত্র বিবিসি’কে বলেন: ‘রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনার সময় হস্তান্তর করা হয়নি, স্টোরেজে থাকা এমন বেশ কিছু ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ডানার সঙ্গে যুক্ত ফুয়েল ট্যাংকের ভেতর আবর্জনা বা ‘ফরেন অবজেক্ট ডেব্রি’ পেয়েছি আমরা। এই আবিষ্কারের পরপরই আমরা অভ্যন্তরীণ পর্যায়ে কঠোর অনুসন্ধান শুরু করেছি এবং আমাদের নির্মাণ ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে সংশোধনী পদক্ষেপ গ্রহণ করেছি।’ বিজ্ঞাপন বিজ্ঞাপন ফরেন অবজেক্ট ডেব্রি (এফওডি) হচ্ছে শিল্প উৎপাদন সংক্রান্ত একটি টার্ম। নির্মাণ বা সংযোজন প্রক্রিয়ার সময় কর্মী বা শ্রমিকরা কাপড়ের টুকরো, বাতিল নির্মাণ সরঞ্জাম, ধাতুর টুকরো অথবা অন্যান্য যেসব অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে যান সেগুলোকেই মূলত এফওডি বলা হয়। বোয়িংয়ের এককালের সর্বাধিক বিক্রিত উড়োজাহাজ মডেলটির নানারকম সমস্যার ধারাবাহিকতায় এবার নতুন এই সমস্যা যুক্ত হলো। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশে গত বছরের মার্চ থেকে ৭৩৭ ম্যাক্স মডেলের সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রয়েছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়া এবং ২০১৯-এ ইথিওপিয়ায় দুই ভয়াবহ দুর্ঘটনায় মোট ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর এই মডেলটির ওড়া আপাতত নিষিদ্ধ রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply