Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রথম সেশনেই ৫ উইকেট হারাল বিসিবি একাদশ




বিকেএসপি থেকে: প্রথমদিনে ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে আর ব্যাটিংয়ে নামেনি। বোলিং অনুশীলন সেরে নিতে সকালেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। তরুণদের নিয়ে গড়া দলটি সুবিধা করতে পারেনি ক্রিজে এসে। প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। ২৬ ওভার খেলে তুলেছে ৮৪ রান। লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে ২ উইকেট হারায় বিসিবি একাদশ। পেস সামলে স্পিনেও দারুণ খেলছিলেন পারভেজ হোসেন ইমন। ৬৬ বল খেলে ৩৪ রান করা এ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন বাঁহাতি স্পিনার এইন্সলে আনডলোভুর বলে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী পরের ওভারে লেগস্পিনার টিনোটেন্ডা মুতমবাজির গুগলিতে বোল্ড হন মাত্র ১ রান করে। চার মেরে বিসিবি একাদশের ইনিংস শুরু করা নাঈম শেখ খেলছিলেন সাবলীল। ওপেনিং জুটি দেখাচ্ছিল ভালো কিছুর আশা। পরে হঠাৎ ছন্দপতন। পেসার কার্ল মুম্বার স্লো-বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিং হেরফের হলে বল যায় মিডঅফের ফিল্ডারের হাতে। ১১ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। দলীয় সংগ্রহ তখন ২০ রান। বিজ্ঞাপন বিজ্ঞাপন যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় বেশিক্ষণ টিকতে পারেননি। এ ডানহাতি ব্যাটসম্যান বিলিয়ে আসেন উইকেট। চার্লটন টিশুমার অফস্টাম্পের অনেক বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান। শাহাদাত হোসেন জুটি বাধেন ইমনের সঙ্গে। দুই ব্যাটসম্যানই আগাচ্ছিলেন ধীরে। কিন্তু জুটি বড় হওয়ার আগেই মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন শাহাদাত। এ ডানহাতি ২২ বল খেলে করেন ২ রান, ৩৯ রানে ৩ উইকেট হারায় বিসিবি একাদশ। পরে লাঞ্চ বিরতির আগে জোড়া উইকেট হারানোয় বিপদ আরও বেড়েছে দলটির।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply