স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিনয়ে যুবরাজ
অভিনয়ে নাম লেখালেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। স্ত্রী হ্যাজেল কিচের হাত ধরেই এবার অভিনয়ে আসলেন বিশ্বকাপজয়ী সাবেক এই অলরাউন্ডার। এক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে যুবরাজকে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে প্রযোজক সংস্থার পক্ষ থেকে এ কথা জানিয়েছেন নীতা শর্মা।
সম্মেলনে তিনি বলেন, 'যুবরাজ এবং তার ভাই জোরাভারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। এ ছাড়া আমাদের লক্ষ্য হল, আসামের উঠতি তরুণ প্রতিভাদের তুলে ধরা।'
সাংবাদিক সম্মেলনে যুবরাজের মা শবনমও উপস্থিত ছিলেন। এদিন তিনি বলেন, 'সবাই এ বার আসল যুবরাজ এবং জোরাভারকে দেখবে। এই ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছে জোরাভারকে ঘিরে। মা হিসেবে আমার দুই ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।
যুবরাজের বাবা যোগরাজ সিংহও এক সময় অভিনয় জগতের পরিচিত নাম ছিলেন। এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত আছেন বলিউডের অনেকেই। অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’র চিত্রনাট্য লিখেছেন যিনি, সেই বিপিন উনিয়ালও যুক্ত আছেন এই প্রকল্পের সঙ্গে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বাঁ-হাতি অলরাউন্ডার। আইপিএলের শুরু থেকে কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলা এই তারকা আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। যদিও কিছুদিন আগে ব্রায়ান লারা, রিকি পন্টিং, ওয়াসিম আকরামদের সঙ্গে খেলেছেন বুশফায়ার ক্রিকেট লিগ।
Tag: Featured

No comments: