Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনায় বিধ্বস্ত চীনের অর্থনীতি, ক্ষতি ১২ হাজার কোটি ডলার




করোনায় বিধ্বস্ত চীনের অর্থনীতি, ক্ষতি ১২ হাজার কোটি ডলার করোনাভাইরাস আক্রান্ত চীনের অর্থনীতি। দেশটির অভ্যন্তরীণ বাজারে কমেছে পণ্য বিক্রি। অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর্ন্তজাতিক বাজার থেকেও। বড় ধাক্কা লেগেছে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্যে। আইএমএফ বলছে, এরইমধ্যে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ১২ হাজার কোটি ডলারের বেশি। এ অবস্থা থেকে উত্তরণে চীনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইএমএফ প্রধান। করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দি, চীনের কয়েকটি প্রদেশের মানুষ। স্থানীয় বাজারে দৈনন্দিন পণ্যের বিক্রি নেমেছে, প্রায় শূন্যের কোটায়। এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে, দেশটির সার্বিক অর্থনীতিতে। পতন হয়েছে, চীনের সঙ্গে অন্যান্য দেশের আমদানি-রপ্তানির। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, গেলো কয়েক সপ্তাহে, করোনার প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতায় আর্থিক ক্ষতি ছাড়িয়েছে, সাড়ে ১২ হাজার কোটি মার্কিন ডলার। আইএমএফের মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্বের প্রায় সব দেশেই নানা পণ্যের কাঁচামাল, উৎপাদিত পণ্য ও বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে চীনা প্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনাভাইরাসের কারণে এ কার্যক্রমে ভাটা পড়েছে। উন্নয়নশীল দেশগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করে চীনের মানুষ। তাদের অনুপস্থিতির কারণে বন্ধ রয়েছে সেগুলোর কাজও। হার্ভার্ড চীন ফান্ডের পরিচালক ইউলিয়াম সি কারবি বলেন, চীনের অর্থনৈতিক দুরবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব জিডিপিতে। সব ধরনের কাঁচামাল রপ্তানি এবং আমদানি কার্যক্রম বন্ধ রেখেছে চীন। ফলে অন্যান্য দেশের মোট উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনৈতিক সংকট মোকাবেলা। সব মিলিয়ে কঠিন সময় পার করছে চীন সরকার। এই পরিস্থিতি থেকে উত্তরণে চীন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে, সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইএমএফ প্রধান। আইএমএফের মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, চীনের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য নীতি বেশ শক্তিশালী। আমার বিশ্বাস, সংকট কাটাতে শিগগির কার্যকর পদক্ষেপ নেবে বেইজিং। সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবে আইএমএফ। এদিকে ভাইরাস আতঙ্কে, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চীনা পর্যটক আগমনে, নিষেধাজ্ঞা জারি করেছে জাপান, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের প্রশাসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply