Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নেইমারের চেয়ে এক গোল বেশি করে জিতলেন হাল্যান্ড




চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে হেরে বসেছে পিএসজি ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নেইমার-এমবাপেদের ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। চোট কাটিয়ে ফিরে নেইমার ছিলেন। গোলও করেছেন। এমবাপে ছিলেন। কিন্তু তরুণ আর্লিং হাল্যান্ডের জোড়া গোলের সামনে খেই হারিয়েছে পিএসজির বহুল দামি আক্রমণভাগ। মঙ্গলবার রাতে বরুশিয়ার মাঠে দুদলের প্রথমার্ধের লড়াই কাটে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরে পাশার দান নিয়ে টানাটানির শেষে হাসি জার্মান ক্লাবটির। মধ্যবিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে প্রথম গোলের দেখা মেলে। গোলমুখে বল পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি হাল্যান্ড। ছয় মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় অতিথিরা। ৭৫ মিনিটে এমবাপের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে আলতো টোকায় জালে জড়িয়ে দেন নেইমার। বিজ্ঞাপন বিজ্ঞাপন সেই হাসি স্থায়ী হয়েছে সবে দুমিনিট। চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের হয়ে প্রথমবার নামা হাল্যান্ডের ঝলক আবারও। দূরপাল্লার এক শটে স্বাগতিকদের এগিয়ে দেন ১৯ বর্ষী তারকা। সেই গোলেই আসে জয়। ১২ মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে না পারলে কাড়িকাড়ি অর্থ ঢালা পিএসজির সামনে আবারও হতাশার এক ইউরোপ লড়াইয়ের মৌসুমই অপেক্ষা করছে। রাতের অন্য ম্যাচে লিভারপুল-অ্যাটলেটিকো লড়াই ফয়সালা হয়েছে একগোলে। সেটি আসতে আসতে পেরিয়ে যায় ম্যাচের ৭৭ মিনিট। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও যখন কেউ কারও জালমুখ খুলতে পারছিল না, সাউল নিগুয়েজ করে দেন কাজের কাজটা। মাদ্রিদ জায়ান্টদের জয়সূচক মহামূল্যবান গোলটি এনে দেন। আসছে ১১ মার্চ লিভারপুলের মাঠে দ্বিতীয় লেগে এখন জমজমাট কিছুর অপেক্ষা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply