সেনাবাহিনীর রেশনের খাদ্য সামগ্রী দরিদ্রদের বিতরণ
রাঙামাটিতে রিজিয়নের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের সিও অফিস, কলেজ গেট, পাবলিক হেল্থ ও কৃষি ফার্ম এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের জন্য নির্ধারিত রেশন সামগ্রী থেকে সবাইকে কিছু পরিমাণ রেশন কম দিয়ে বাঁচানো খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে খেটে খাওয়া হত দরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি ও দুই কেজি আটা।
খাদ্য সহায়তা নিতে আসা মো. ইসমাইল হোসেন ও ইদ্রিস আলী বলেন, করোনার কারণে কোন কাজকর্ম নাই। এলাকার কাউন্সিলর গত মাসে একবার ত্রাণ দিয়েছে। সেগুলো তো অনেক আগে শেষ হয়েছে। অনেক কষ্টে বউ বাচ্চা নিয়ে দিন কাটাচ্ছিলাম। সেনাবাহিনীর এই সহায়তা পাওয়াতে অনেক উপকার হলো। আরো কয়েকদিন বিনা টেনশনে দিন চলে যাবে।
কৃষি ফার্ম এলাকায় মনিকা চাকমা বলেন, আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে কিন্তু কোম্পানির পণ্য বেচা-কেনা নাই বলে এখনো বেতনও পাইনি। সরকার ত্রাণ দিচ্ছে কিন্তু লাইনে গিয়ে ত্রাণ নিতে লজ্জা লাগে। আজ সেনাবাহিনীর লোকজন বাড়িতে এসে ত্রাণ দিয়ে গেল এতে আমি অনেক খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনীকে।
Tag: others
No comments: