শিলা কি জাওয়ানি’ গানে মেয়ের সঙ্গে নাচলেন ডেভিড ওয়ার্নার
কোভিড নাইন্টিনের প্রভাবে ঘরবন্দী সবাই। তবে এমন অবস্থায়ও থাকতে হবে নির্ভার। ঘরবন্দী থাকলেও মেয়ের সঙ্গে আনন্দমুখর সময় পার করছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। মেয়ের সঙ্গে নাচের টিকটক ভিডিও শেয়ার করে আলোচিত হয়েছেন এই ক্রিকেটার।
এদিকে, ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের ২৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন হার্ডিক পান্ডিয়া। এছাড়া বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।
কোভিড নাইন্টিন ব্যাহত করছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। থমকে গেছে যাপিত জীবনের নানা কর্মকাণ্ড। ঘরবন্দী মানুষের যেন হাঁপিয়ে ওঠার দশা।
ব্যাতিক্রম নন ক্রিকেটাররাও। মাঠে খেলা নেই। নেই কোন অনুশীলন। সময়টা কাটছে একান্তই পরিবারের সঙ্গে। ঘরে থাকতে থাকতে বিরক্তি যেন চরমে।
তাই একটু ভিন্নতা আনার চেষ্টা। তেমনই ভিন্ন কিছু করে দেখালেন অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে অনুসরণ করে মেয়ের সঙ্গে নাচলেন এই বাঁহাতি। ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত 'শিলা কি জাওয়ানি' গানের সঙ্গে নেচেছেন বাবা-মেয়ে। শুধু নেচেই ক্ষান্ত নন। নাচের এই টিকটক ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। যা কয়েক ঘন্টার মধ্যে প্রায় ৩ লাখ ভিউ হয়েছে।
এদিকে, ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল পালন করছেন ২৮তম জন্মদিন। যদিও আড়ম্বর কোন অনুষ্ঠান করার সুযোগ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তাকে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন সহযোদ্ধা ও বন্ধু হার্দিক পান্ডিয়া। এছাড়া বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে।
এর আগে কফি উইথ করন শো'তে অশালিন মন্তব্য করে সাময়িক নির্বাসিত হয়েছিলেন পান্ডিয়া ও লেকেশ রাহুল।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লোকেশ রাহুলের। আর টেস্ট অভিষেক হয় ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে
Tag: games

No comments: