সাড়ে তিন কোটি মানুষের হাতে সরকারি ত্রাণ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দেশে সাড়ে তিন কোটি মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছে সরকার। শুক্রবার (২৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তথ্যমন্ত্রালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই ত্রাণ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬৩ লাখ ৩০ হাজার পরিবারের কাছে বিতরণ করা হয়েছে ৭৩ হাজার ৫০ মেট্রিক টন চাল। ৩৫ লাখ ২২ হাজার পরিবারের হাতে নগদ সাহায্য হিসেবে ৩২ কোটি ৩০ লাখ টাকা।
সেই সঙ্গে এ যাবত বরাদ্দ দেয়া হয়েছে ৯৩ হাজার ১৭০ মেট্রিক টন চাল এবং নগদ ৩৯ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার টাক।
এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে ১ লাখ ৫৪ হাজার ৩৬৯ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৪২ হাজার টাকা। এই খাতে মোট বরাদ্দ ৭ কোটি ৬৮ লাখ টাকা।
এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ট্রাক সেল যোগে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ৮৪ জন ক্রেতার কাছে ৫০৮ মেট্রিক টন সয়াবিন তেল, ৪৬০ মেট্রিক টন চিনি, ৯২ মেট্রিক মশুর ডাল, ২৩৯ মেট্রিক টন ছোলা এবং ২৮ মেট্রিক খেজুর সাশ্রয়ী মূল্যে বিক্রি করেছে সরকার।

No comments: