পাবনার ঈশ্বরদী ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মহাসিন আলী মল্লিক (৫০) ঈশ্বরদী উপজেলার রূপপুর নলগাড়ি গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন নিকিমথ কোম্পানির শ্রমিক ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, নিহত মহাসিন শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কাজ শেষে রূপপুর নলগাড়ি নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাবনা বগা মিয়া সড়ক দিয়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে মামলা হবে।
Tag: photos

No comments: