কোথাও যাচ্ছেন না রোনালদো
রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড নয়, আপাতত য়্যুভেন্তাসেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ মৌসুম পর্যন্ত তুরিনের ওল্ড লেডিদের হয়ে খেলবেন পর্তুগীজ এই তারকা। এদিকে, চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে অলিভার জিরু। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকছেন এই ফরাসি স্ট্রাইকার।
২০১৮ সালে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অবাক করে দিয়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুর দিকে, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও, পরবর্তীতে তুরিনের বুড়িদের হয়ে মাঠ কাঁপান এই পর্তুগীজ তারকা। জেতেন, লিগ শিরোপা ও ইতালিয়ান সুপার কাপ। তবে, এসব সাফল্যের মাঝেও রোনালদোকে নিয়ে শুরু থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো ইতালি ছাড়ার। তুরিনে নয়, সিআরসেভেন নাকি ঠিকানা গড়তে চান পুরোনো ক্লাব ওল্ড ট্রাফোর্ডে। তবে, এবার সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে দিলেন রোনালদো। য়্যুভেন্তাসের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই পর্তুগীজ সুপারস্টার।
এদিকে, চুক্তির মেয়াদ বাড়িয়েছেন চেলসি ফুটবলার অলিভার জিরুও। ব্লুদের জার্সি গায়ে ২০২১ মৌসুম পর্যন্ত খেলবেন এই ফরাসি স্ট্রাইকার। অথচ গুঞ্জন শোনা যাচ্ছিলো চলতি মৌসুমের জানুয়ারিতেই হয়তো চেলসি ছাড়বেন জিরু। তবে, স্ট্রাইকার ট্যামি আব্রাহামের ইনজুরি কপাল খুলে দিয়েছে জিরুর। সাইডবেঞ্চ থেকে ফিরেই ঝলক দেখান এই ফুটবলার। জায়গা করে নেন কোচ ল্যাম্পার্ডের মনে। সঙ্গে দলে নিজের জায়গাটাও।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পর থেকে খুব একটা ভালো সময় কাটেনি আর্জেন্টাইন ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়ার। তাই আবারো ওল্ড ট্রাফোর্ডে ফেরার আশায় বুক বেধে ছিলেন এই মিডফিল্ডার। তবে, এতো সহজে ডি মারিয়াকে ছাড়ছে না পিএসজি। বিনিময়ে তাদের চাই ফরাসি তারকা পল পগবাকে। এজন্য অবশ্য মারিয়ার সঙ্গে আরেক মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলারকেও ছেড়ে দিতে রাজি আছে দ্যা পারশিয়ান। তবে, এখনও এ ডাকে সাড়া মেলেনি রেড ডেভিলদের পক্ষ থেকে।
Tag: Advertisement games

No comments: