যশোরে চিকিৎসকসহ ১০ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
যশোরে আরো ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন দুজন চিকিৎসক।
তাদের একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সবমিলিয়ে যশোরে করোনা পজিটিভের সংখ্যা ৩০ জন। যার মধ্যে স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০ জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল পাঠানো ৪২টি নমুনার মধ্যে ১৫ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে দুইজন চিকিৎসক। তবে কোন উপজেলায় কতজন তা জানাতে পারেননি সিভিল সার্জন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে, তিনি আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, চৌগাছা থেকে গতকাল ১৭জনের স্যাম্পল পাঠানো হয়। এরমধ্যে ১৪টি পরীক্ষা করে ফলাফলে দুজন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন।
Tag: Zilla News

No comments: