স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয়ের করোনা শনাক্ত
এবার করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার সহকারী (ওটি বয়)।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে ওই ওটি বয়ের করোনা শনাক্তের কথা জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জন ও মারা গেছেন তিনজন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, গত ১৮ এপ্রিল ওটি বয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাকে এখন আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তবে তিনি কীভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
No comments: