লকডাউনে একই বাড়িতে বন্দি টাইগার শ্রফ-দিশা পাটানি!
: লকডাউনের জেরে কি একসঙ্গে থাকতে শুরু করেছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি! এবার সেই প্রশ্নের উত্তর দিলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। তিনি বলেন, দিশা তাঁদের ভাল বন্ধু। তবে শ্রফ পরিবারের সঙ্গে থাকেন না দিশা। কাছাকাছি থাকেন। শুধু তাই নয়, টাইগার ও দিশা একে অপরের বেশ ভাল বন্ধু। তাই মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। এমনই জানান কৃষ্ণা।
টাইগারের বোন আরও জানান, বলিউডে আসার পর থেকেই টাইগার এবং দিশার বন্ধুত্ব। যত দিন যাচ্ছে,সেই বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। তাই বলে এই নয় যে টাইগারের সঙ্গে থাকেন দিশা।
প্রসঙ্গত, দিশা পাটানির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কি না, এমন প্রশ্ন করা হয় টাইগার শ্রফকে। যার উত্তরে টাইগার বলেন, দিশা তাঁর খুব ভাল বন্ধু। এমনকী, বলিউডে আসার পর থেকে টাইগার তাঁর একমাত্র বন্ধু বলে দাবি করেন দিশা পাটানিও।
Tag: Entertainment

No comments: