Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চট্টগ্রামে করোনায় আক্রান্ত পুরুষ ৩০, নারী ৯ জন




চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। আক্রান্তের মধ্যে ৩০ জনই বিভিন্ন বয়সী পুরুষ, আর নয়জন নারী। আর পুরুষদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী ১৪ জন। এরপরই রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সী ৮ জন। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী আরটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তেদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। আর এর মধ্যে তরুণ, যুবকদের আক্রান্তের হার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত পুরুষরা বাসার বাইরে থাকেন দীর্ঘ সময় ধরে। এছাড়া নানা কাজে বাসার বাইরে যেতে হয়। এছাড়া তরুণদের ঘরের মধ্যে না থেকে বাইরে যাওয়ার মূলত তারা বেশি আক্রান্ত হচ্ছেন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে দেখা যায় চট্টগ্রামে ১০ বছরের নিচে আক্রান্ত হয়েছেন ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন। আর ৩১ থেকে ৪০ বছর বয়সী ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়। ৫১ থেকে ৬০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ৩ জন আর ৬০ বছরের উপরে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামের বিআইটিআইডিতে সোমবার পর্যন্ত ১ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পাওয়া গেছে ৭১ জনের। তারমধ্যে চট্টগ্রামের ৩৯ জনের। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এদিকে চট্টগ্রামে দুই করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, নগরীর ফিরিঙ্গি বাজারের শিববাড়ী লেইনের ৫৫ বছর বয়সী কাঠ ব্যবসায়ী ও আকবর শাহ থানার গোলপাহাড় এলাকার ৩৫ বছর বয়সী সবজি বিক্রেতা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুয়ায়ী, চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। পরে ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ৮ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন তিনজন। ৯ এপ্রিল করোনা রোগী পাওয়া যায়নি। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও দুইজনকে করোনা পজেটিভ পাওয়া যায়। পরে ১১ এপ্রিল চট্টগ্রামে করোনা রোগী হিসেবে শনাক্ত হন তিনজন। ১২ এপ্রিল চট্টগ্রামে সে সংখ্যা বেড়ে পাঁচজন করোনারোগী শনাক্ত হয়। এরপর ১৩ এপ্রিল চট্টগ্রামে দুই করোনা রোগী পাওয়া যায়। ১৪ এপ্রিল সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল পাওয়া যায় ৫ জন, ১৬ এপ্রিল ১ জন ও ১৭ এপ্রিল ১ জন ১৮ এপ্রিল ১ জন ও ১৯ এপ্রিল ৪ জন আর ২০ এপ্রিল করোনা রোগী পাওয়া যায়নি। পি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply