নারীদের বাজারে যেতে নিষেধ করে বিপাকে জাপানের মেয়র
পুরুষদের চেয়ে নারীরা বাজার করতে গিয়ে বেশি সময় নেন। তাই করোনা ভাইরাসের সময়টাতে নারীদের বাজারে যাওয়া উচিত নয়-এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর ওসাকার মেয়র ইসিরো মাতসুইয়। বিতর্কিত এ মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়রের এমন মন্তব্যে শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। বৈষম্যমূলক মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সেদেশের নারীরা।
শুক্রবার সকাল পর্যন্ত ওসাকায় প্রায় দেড় হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে সবমিলিয়ে প্রায় ১৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২৮ জনের। সংক্রমণ ঠেকাতে আগামী ৬ মে পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান সরকার।
এমন অবস্থায় ওসাকার মেয়র ইসিরো মাতসুই সামাজিক দূরত্ব নিশ্চিতে জনগণকে অনুরোধ জানিয়ে যাচ্ছেন বারবার। তার এ তৎপরতার মধ্যেই বাজার করা নিয়ে নারী-পুরুষ বৈষম্যমূলক মন্তব্যে তীব্র সমালোচনার সৃষ্টি
Tag: Advertisement others

No comments: