চৌগাছায় ধানক্ষেতে বজ্রপাতে তরুণ নিহত
যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৬) নামে এক তরুণ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফরা মোড় এলাকার মাঠে ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।
আহতরা হলেন ওই গ্রামের আতিয়ার রহমান ও কিনু বিশ্বাস।
ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানান, আজ সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ওই মাঠে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বেশ কয়েকজন কৃষক কাজ করছিলেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে।
ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের টিম ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অপর আহত কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন। তার কান ঝলসে গেছে। এছাড়া দুজন আহত হয়েছেন
Tag: others

No comments: