করোনায় দেশে দেশে চিকিৎসক পাঠাল কিউবা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে যখন বিশ্ব টালমাটাল ঠিক সেই সময় চিকিৎসা সেবার সাহায্য দিয়ে হাত বাড়িয়ে দিল কিউবা। করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সহায়তা করতে প্রতিনিয়ত নজিরবিহীন দৃষ্টান্ত গড়ে চলেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২০টি দেশে কয়েকশ বিশেষজ্ঞ চিকৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠিয়ে করোনার লড়াইয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি।
এবার এই সহায়তার অংশ হিসাবে দক্ষিণ আফ্রিকায় দুই শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী পাঠিয়েছে তারা।
সোমবার (২৭ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ হাজার ৫৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ইতোমধ্যে ই ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৮৭ জন।
সোমবার সকালের দিকে কিউবার পাঠানো চিকিৎসক প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিউবার ২১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন। আর করোনাভাইরাস মহামারির বিস্তারের লাগাম টানার কাজে সহায়তা করতে এসেছেন তারা।
কিউবার এই বিশেষজ্ঞ দলে রয়েছেন মহামারি বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পারিবারিক চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রকৌশলী।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে; যা আগামী ১ মে থেকে ধারাবাহিকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
কিউবার পারিবারিক চিকিৎসকরা দক্ষিণ আফ্রিকায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে লোকজনকে স্ক্রিনিং এবং পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে; এরমধ্যে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশে গটেংয়েই সাড়ে ১৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়। এ প্রদেশেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
Tag: others

No comments: