পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যু
নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে

মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০১ জনে। খবর আল জাজিরার।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৯। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৩৩ জন।
দেশটিতে গত ১১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান লোকজনকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিবেশী ভারতেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজর ৫৪৩ জন। অপরদিকে মৃত্যু হয়েছে ৬২ জনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। এখন পর্যন্ত মারা গেছে ৯৩৪ জন। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৯ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১৫২ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ হাজার ৬৩০ জন।
No comments: