করোনা নিয়েই জন্ম নিল শিশুটি
এই প্রথম করোনা ভাইরাস পজিটিভ নিয়ে শিশু জন্মগ্রহণ করলো দক্ষিণ আফ্রিকায়।
সোমবার (২০ এপ্রিল) কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান শহরের আহমেদ আল কাদি বেসরকারি হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করেছে।
হাসপাতালে কর্মরত ডাক্তার জানিয়েছেন, শিশুটির মায়ের গর্ভ থেকে করোনা ভাইরাস পজিটিভ নিয়ে ভূমিষ্ট হয়েছে। জন্ম নেয়ার পরপরই শিশুটির ওপর পরিচালিত অ্যান্টিবডি পরীক্ষার পর করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে শিশুটিকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
শিশুটির মা একজন ৩৫ বছর বয়স্ক কৃষাঙ্গ নারী, যিনি গত সপ্তাহে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসকদের সন্দেহ মা করোনা পজিটিভ থাকায় নবজাতক শিশুর মধ্যেও করোনা সংক্রমণ হয়েছে। তবে মা অনেকটা সুস্থতার দিকে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
Tag: others

No comments: