Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাজধানীতে ১০ দিনের ব্যবধানে সংক্রমিত এলাকা দ্বিগুণ




রাজধানীতে ১০ দিনের ব্যবধানে সংক্রমিত এলাকা দ্বিগুণ মাত্র দশ দিনের ব্যবধানে রাজধানীর কোভিড উনিশে সংক্রমিত এলাকা হয়েছে প্রায় দ্বিগুণ। রোগী শনাক্ত হয়েছে পাঁচগুণের মতো। সংক্রমিত এলাকাগুলো ঘুরে দেখা গেছে প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনা মানায় তারপরও উদাস সাধারণ মানুষ। যে কোনো স্নিগ্ধ সকাল আর করোনা মহামারী কবলিত ভোরের সাথে তেমন ফারাক দেখা গেল না মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। যদিও দশ দিনে মোহাম্মদপুরে আটাশ জন নতুন রোগী যোগ হয়ে সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশে। সেনাটহল টিম এসে রিকশা ও বাইকে একাধিক যাত্রীদের নামিয়ে এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে আসাদের প্রতীকী শাস্তি দিয়েছে অন্যদিনের মতোই। বাংলাদেশ সেনাবাহিনী মেজর বেলাল বলেন, নানা রকম অজুহাতে তারা বের হচ্ছেই। চেষ্টা করছি যেন বাইরের লোক ভেতরে না ঢুকতে না পারে। সূত্রাপুরবাসীও এ ভয়াবহতা আর ঝুঁকির কথা জানেন। কিন্তু অনেকেরই কথা আর কাজের মিল পাওয়া গেল না। এদিকে ঝুঁকি বিবেচনা করে একমুখী করা ছাড়াও সূত্রাপুর বাজারের একটি অংশ রাস্তায় নিয়ে এসেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন মেহেদী বলেন, মাছের দোকানগুলো বাইরে নিয়ে এসেছি, যেন ভিতরে গিয়ে তারা ভিড় না করে। সপ্তাহ খানেকের মধ্যে চার থেকে একত্রিশ জন কোভিড উনিশে সংক্রমিত বংশালেও সামাজিক দূরত্ব মানার একই দশা। আইইডিসিআর এর এলাকা ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে মিলেছে ভয়াবহ চিত্র। গত ১১ এপ্রিল যেখানে ঢাকার সংক্রমিত এলাকার সংখ্যা ছিল সত্তরটি, সেখানে দশদিনের মাথায় তা দাঁড়িয়েছে একশো তেত্রিশটিতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply