নেত্রকোনায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
নেত্রকোনার পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা থেকে ধান বোঝাই একটি ট্রাক মোহনগঞ্জ দিয়ে যাওয়ার পথে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন বর্মণ নামে ওই পথচারীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায় বলে জানায় মোহনগঞ্জ থানার পুলিশ।
পুলিশ আরও জানায়, নিহত মিলন ওই এলাকার হেম চরণ বর্মনের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি ধর্মপাশা থেকে নেত্রকোনা হয়ে হয়তো ময়মনসিংহ বা শেরপুরের দিকে যাচ্ছিল। ঘটনার পর থেকেই চালক পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে।
Tag: Zilla News

No comments: