কুমিল্লায় আটকেপড়া ধান কাটা শ্রমিকদের বরেন্দ্রতে পাঠাল পুলিশ
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকেপড়া ৪৩ শ্রমিকদের বাসযোগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ৪৩ জন কৃষি শ্রমিককে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর শাসনগাছা থেকে বরেন্দ্র এলাকায় পাঠানো হয়।
এ সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এর আগে তাদেরকে মাস্ক এবং দুপুরের খাবার প্যাকেট প্রদান করা হয় বলেও জানান তিনি।
Tag: Zilla News

No comments: