Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গাজীপুরে গুলিতে যুবক নিহত




গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক কিশোর। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শহিদ (৩০)। তিনি কালিয়াকৈরের পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের আইজগোনা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মো. মঈন উদ্দিনও (৩২) একই এলাকার। কিশোর কুমার (৩৫) নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে আছেন। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরের বন্ধু। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনও বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply