অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো ঢাকা প্রিমিয়ার লিগ। সংবাদ মাধ্যমে পাঠানো এক টেলিফোন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামীতে দেশের অবস্থা স্বাভাবিক হলে নতুন করে ভাবা হবে বলেও জানান সিসিডিএম কর্তা। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেটার আরিফুল হক।
১৫ মার্চ শুরু হয়েছিলো এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মৌসুম। প্রথমবারের মতো বিদেশি ছাড়া লিগটাকে নিয়ে সবার আগ্রহ ছিলো তুঙ্গে। কিন্তু, বিধি বাম। সুখের দিন টিকলোনা সিসিডিএমের।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, একে একে বন্ধ হয়ে যেতে থাকে সব ক্রীড়া ইভেন্ট। তারপরও প্রথম রাউন্ডের ৬টি ম্যাচ শেষ করে ক্রিকেট বোর্ড। পরে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত করা হয় ডিপিএল। কথা ছিলো অবস্থা স্বাভাবিক হলে আবারো মাঠে গড়াবে ক্রিকেট। কিন্তু পরিস্থিতির উন্নতি না আসায়, কিছুদিনের মধ্যেই ১৫ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে ক্রিকেটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিসিবি।
অপেক্ষা ছিলো সবার। কিন্তু, বিশ্বজোড়া করোনা ভাইরাসের থাবা ভয়ঙ্কর হয়ে উঠছে দিনকে দিন। বাড়ছে মৃতের সংখ্যাও। কবে নাগাদ ঠিক হবে মহামারি পরিস্থিতি জানা নেই কারোই। বাধ্য হয়ে তাই, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হলো ডিপিএল মৌসুম।
এদিকে, প্রিমিয়ার লিগটাই একমাত্র রুটি-রুজি দেশের অধিকাংশ ক্রিকেটারের। স্থগিতাদেশ বাড়তে থাকলে আর্থিক বিড়ম্বনায় পরতে হবে অনেককেই। কিন্তু, আপাতত জীবন বাঁচানোর তাগিদটাই বড় ক্রিকেটারদের কাছে।
অবস্থা স্বাভাবিক হলে আবারো মাঠে গড়াবে ডিপিএল। তাই এখনই পুরোপুরি বাতিল করে দেয়ার পক্ষে নয় সিসিডিএম। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হোম সিরিজ বাতিল হওয়ায় আপাতত জুন মাসকেই টার্গেট করেছে ক্রিকেট মেট্রোপলিসের কর্তারা।
Tag: games
No comments: