যশোরে ধান কাটছে স্বেচ্ছাসেবক লীগ
যশোরের হরিণার বিলে চাষিদের ধান কেটে দিচ্ছে শহর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে তারা এ ধান কাটা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর শ্রমিক সংকটের এ সময়ে বিনাপয়সায় ধান কাটতে পেরে খুশি চাষিরা।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের হরিনার বিলে ১৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষি আলতাফ হোসেন। ধানও পেকেছে। কিন্তু গত কয়েকদিন ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না তিনি। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না। ঝড় বৃষ্টি হতে পারে যে কোনদিন। এনিয়ে দুঃচিন্তার শেষ ছিল না আলতাফের।
এ অবস্থায় তার সব দুর্ভাবনার ইতি ঘটিয়ে তার ধান কেটে ঘরে তুলে দেয়ার দায়িত্ব নিয়েছে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের ৩০ জন নেতা কর্মী ১৬ বিঘা জমির ধান কাটা শুরু করেছেন। সকাল ১১ টার দিকে মাঠে যেয়ে দেখা যায়, তখন পর্যন্ত প্রায় ৪ বিঘা জমির ধান কেটেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
ধান কাটায় অংশ নেয়া সংগঠনের যুগ্ম আহবায়ক মো. শাহজাদা নেওয়াজ বলেন, 'অনেক কৃষকের সাথে কথা হয়েছে। তাদের ধানও আমরা কেটে ঘরে তুলে দেবো।’
এ বিষয়ে কথা হয় সংগঠনের শহর শাখার আহবায়ক এস, এম মাহমুদুল হাসান সুমনের জানান, কৃষকের কাজে অংশ নিতে পের খুশি তিনিও।
কৃষক আলতাফ হোসেন চোখে মুখে খুশির ঝিলিক। তিনি বলেন, এই সংকটের সময় তাদের পেয়ে আমি কৃতজ্ঞ।
Tag: Zilla News

No comments: