Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অমিতাভের টুইট নিয়ে বিতর্ক




অমিতাভের টুইট নিয়ে বিতর্ক আবারো বিতর্কে জড়ালেন বলিউডের অমিতাভ বচ্চন। বিগ বি- করা ১০ বছর আগের ট্যুইট নিয়ে নতুন করে সমালোচনা চলছে সোশ্যাল সাইটে। ২০১০ সালে অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেছিলেন। যেখানে তিনি লেখেন, 'ব্রা কেন সিঙ্গুলার আর প্যান্টিস কেন প্লুরাল।' বিগ বি-র ওই ট্যুইট নিয়ে ফের নতুন করে সমালোচনা শুরু হয়েছে লকডাউনের সময়ে। শুধু তাই নয়, অমিতাভের মত একজন মানুষ কীভাবে এই ধরনের চিন্তাভাবনা করতে পারেন এবং তা প্রকাশ্যে ট্যুইট করেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। যে বয়সে মানুষ আধ্যাত্মিক চিন্তাভাবনায় মন দেন, তখন বিগ বি এই ধরনের মন্তব্য কেন করছেন বলেও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। যদিও পুরনো ট্যুইট প্রকাশ্যে এনে জলঘোলা শুরু হওয়ায়, এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বিগ বি। শুধু অমিতাভ নন, লকডাউনের সময়ে তারকদের অনেককেই ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। যার অন্যতম উদাহরণ সোনু নিগম। লকডাউনের জেরে বলিউডের জনপ্রিয় গায়ক যখন দুবাইতে আটকে রয়েছেন, সেই সময় তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তাকে আবারো গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেকে। সোনু যেহেতু দুবাইতে আটকে, তাই সে দেশের পুলিশ যাতে বলিউডের এই গায়কের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়, সে বিষয়েও সে দেশের মানুষের একাংশের তরফে তোলা হচ্ছে দাবি। যদিও এক্ষেত্রেও সোনু কোনও পালটা মন্তব্য করেননি এখনো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply