Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বলির পাঠা’ হবার পরও টেস্ট দলে ফিরতে চান মঈন




‘বলির পাঠা’ হবার পরও আবারো টেস্ট দলে ফেরার জন্য তৈরি বলে জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। চলতি শীত মৌসুমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ পাননি মঈন। তবে সীমিত ওভারের ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৩২ বছর বয়সী মঈন। করোনার কারণে বর্তমানে লকডাউন রয়েছে তিনি। যদি আবারো নির্বাচিত হন তবে টেস্ট দলে ফিরতে চান মঈন। স্থানীয় দ্য গার্ডিয়ান পত্রিকাকে মঈন বলেন, ‘আমি মনে করি, আমি এখন টেস্ট খেলার জন্য প্রস্তুত। সত্যি বলতে, আমাকে ভালো খেলতে হবে এবং যোগ্যতা দিয়ে জায়গা ফিরে পেতে হবে। নিজের উপলদ্ধি থেকেই বলছি , যদি কাল টেস্ট ম্যাচ হয়, আমাকে ডাকা হয়, আমি ‘হ্যাঁ’ বলবো।’ করোনাভাইরাসের কারনে খেলা বন্ধ রয়েছে। এ অবস্থায় ক্রিকেটকে মিস করছেন বলে জানান মঈন, ‘আমরা সকলেই এখন ক্রিকেট মিস করছি। ক্রিকেটকে আপনি কতটা ভালোবাসেন করোনাভাইরাস তা বুঝাচ্ছে। এই পরিস্থিতি পুরো গ্রীষ্ম চলতে পারে এবং এটি একটি বড় বিষয় হবে। গেত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েন মঈন। তার মতে, ‘বলির পাঠা’ হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ৬০টি টেস্ট খেলেছেন মঈন। ৫টি সেঞ্চুরি ও ১৮১টি উইকেট নিয়েছেন তিনি। মঈন বলেন, ‘আশেপাশে আপনি যখন নেতিবাচক মন্তব্য শুনবেন, কখন আপনার নব মনযোগ কেড়ে নিতে পারে। এমন অবস্থায় আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে এবং আপনার মধ্য থেকে সেরাটা বেরিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘এটি এমন অবস্থা ছিল যেন আমাকে ক্ষমা করা হচ্ছে, যা আমার পছন্দ হয়নি। তবে এখন আবার নতুন করে মাঠে ফিরতে চাই। অতীতে এক সময় নিজকে ‘বলির পাঠা’ মনে হয়েছে, তবে এখন তা ভুলে গেছি। এখন সময় সামনে এগিয়ে যাবার।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply