ট্রাম্পের বিরোধিতা করে চাকরি গেল মার্কিন কর্মকর্তার
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হওয়া গুরুতর রোগীদের ক্ষেত্রে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের নির্দেশনা বিরোধিতা করে দায়িত্ব হারালেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিক ব্রাইট।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ডা. রিক ব্রাইটকে মঙ্গলবারে আকস্মিকভাবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালক এবং প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স বিভাগের উপ-সহকারী সচিব ছিলেন।
গত বুধবার চাকরিচ্যুত হওয়ার প্রসঙ্গে বিবৃতিতে ডা. রিক বলেছেন, সরকার কংগ্রেসের বরাদ্দ করা কোটি কোটি ডলার ওষুধ, প্রতিষেধক কিংবা বৈজ্ঞানিক ঘাটতি থাকা প্রযুক্তিগুলোতে বিনিয়োগ না করে করোনার বৈজ্ঞানিক ও নিরাপদ সমাধানে করেছে। আমার মনে হয় এ সব নিয়ে দ্বিমত করার কারণেই আমার এই বদলি।
করোনা মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে এখনো গবেষণা শেষ হয়নি। তারপরও ট্রাম্প এর ব্যবহারে জোর দিয়ে যাচ্ছেন। তার মতে ‘ঈশ্বর প্রদত্ত’ চিকিৎসা এটি।
মঙ্গলবার এক গবেষণায় জানা গেছে, হাইড্রোক্লিকোরোকুইনের কারণে করোনা রোগীর মৃত্যু হচ্ছে।
Tag: world

No comments: