সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বেলজিয়ান ফুটবলার মেরোনা ফ্যালানি
সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন বেলজিয়ান ফুটবলার মেরোন ফ্যালানি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই মিডফিল্ডার।
ফ্যালানি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট করেন এই বেলজিয়ান। সেখানে ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফ্যালানি।
এর আগে, গেলো মাসের শেষভাগে ফ্যালানির করোনা ভাইরাস আক্রান্তের খবরটি প্রকাশ করেছিলো তার ক্লাব শ্যানডং লুনেং কর্তৃপক্ষ।
Tag: games

No comments: