মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
অতিরিক্ত দামে ভোগ্যপণ্য বিক্রির অপরাধে মৌলভীবাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার ( ২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা ও পশ্চিম বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে এ জরিমানা করে।
আসন্ন মাহে রমাজান ও করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার শহরের বিভিন্ন মার্কেট ও বাজারে এই অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত দামের অধিক দামে পণ্য বিক্রির অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যে সব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হলো- চৌমুহনা এলাকার দয়াল স্টোর দশ হাজার, পশ্চিম বাজার এলাকার ঐশি চাউলের আড়তকে পাঁচ হাজার, ইউনিক এন্টারপ্রাইজকে পাঁচ হাজার ও সৈয়দ মেসাস মোস্তফা আলী স্টোরকে পাঁচ হাজার টাকা।
Tag: Zilla News

No comments: