করোনাভাইরাস: বন্ধ হলো চীনের উহানে নির্মিত অস্থায়ী হাসপাতাল
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির পর চীনে নির্মিত অস্থায়ী হাসপাতাল ‘লেইশেনশ্যান’ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় জরুরিভিত্তিতে নির্মাণ করা হয় অস্থায়ী হাসপাতালটি। জানুয়ারির শেষদিকে মাত্র ১০ দিনে বানানো হয় লেইশেনশ্যান হাসপাতাল।
মঙ্গলবার এ হাসপাতালের শেষ কয়েকজন রোগীকে নিয়মিত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হুবেই প্রদেশের কেন্দ্রীয় হাসপাতালে এখন করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা ৩শ’র ও কম। অথচ ফেব্রুয়ারির শুরুতে এ হাসপাতালে ১০ হাজারের বেশী রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
নিজেরা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়ে চীন এখন ব্যস্ত বিশ্বের করোনাকাতর দেশগুলোকে সহায়তা দিতে। চীনের রাষ্ট্রীয় সিসিটিভিতে এখন দেখানো হচ্ছে, বিশ্বের নানান দেশ থেকে চার্টার্ড কার্গো প্লেন ওঠানামা করছে সেদেশ থেকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী সংগ্রহ করতে।
চীনে করোনাভাইরাসে এখন পরযন্ত মোট আক্রান্ত সংখ্যা ৮২ হাজার ২৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৪১জন।
Tag: world
No comments: