করোনাভাইরাস: বেতনের ২০% কম নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্যরা
করোনাভাইরাস প্রতিরোধে সাফল্য দেখিয়ে প্রশংসা পাওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ অন্যরা আগামী ৬ মাস তাদের বেতনের ২০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেবেন।
বুধবার জেসিন্ডা এমন ঘোষণা দিয়ে বলেন, ‘শুধু তিনিই নন, তার সরকারের মন্ত্রী এবং উচ্চপদস্থ আমলারাও তাদের বেতনের ২০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেবেন৷’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ২০ দিনেরও বেশি সময় ধরে লকডাউন চলছে নিউজিল্যান্ড জুড়ে। এরই মধ্যে যার সুফল পেতে শুরু করেছে দেশটি। সংক্রমণের সংখ্যা কমে এসেছে।
জেসিন্ডা বলেন, শুধু কমিয়ে আনা নয়, সংক্রমণের সংখ্যা শূন্যে নামিয়ে আনাই তার সরকারের লক্ষ্য।
Tag: world
No comments: