Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ম্যানসিটির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উল্টো চাপে উয়েফা




 ম্যানসিটির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উল্টো চাপে উয়েফা

ম্যানচেস্টার সিটিকে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ করেছিল ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা। সোমবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে, সঙ্গে কমে গেছে ২০ মিলিয়ন ইউরো জরিমানাও। ম্যানসিটির কাছে এভাবে হারের পর উয়েফাকে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম নতুন করে ভেবে দেখার অনুরোধ করেছেন ক্রীড়া আইনজীবী রব জোনস।

রায় পাল্টে যাওয়ায় বেশ চাপেই আছে উয়েফা। ম্যানসিটিকে নিষিদ্ধ করার পেছনে তাদের অভিযোগ ছিল, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মকানুন ঠিকভাবে মানেনি ইংলিশ ক্লাবটি। মূলত ২০১৮ সালের নভেম্বরে জার্মান পত্রিকা ডের স্পেগেলের এক প্রতিবেদনর পর নড়েচড়ে বসে সংস্থাটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেয়া হয় নিষেধাজ্ঞা।

কিন্তু উয়েফার দাবি পাত্তা পায়নি ক্রীড়া আদালতে। লিখিত বিবৃতিতে আদালত থেকে বলা হয়েছে উয়েফার অভিযোগগুলো ‘অস্পষ্ট ও অসময়ে দেয়া নিষেধাজ্ঞা’। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পাশাপাশি শুধুমাত্র উয়েফাকে সহায়তা না করায় ম্যানসিটিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করে ক্রীড়া আদালত।


এখন অন্য ক্লাবগুলো থেকে চাপে পড়ে উয়েফা যে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের আইন ও ধারায় পরিবর্তন আনতে বাধ্য হবে তা অনেকটাই অবধারিত। সেই পরিবর্তনের আগে নিয়মগুলো সম্পর্কে আরও ভালোভাবে খুঁটিয়ে দেখার পরামর্শ রব জোনসের, ‘বিবৃতিতেই বলা আছে উয়েফার এমন অনেক নিয়মই আছে অন্য খেলাধুলার বিরোধ মেটানোর ক্ষেত্রে সাংঘর্ষিক।’

‘নিয়মে এমনকিছু বিষয় আছে যেগুলো নিয়ে উয়েফাকে ভাবতে হবে। সেগুলো নিয়ে তাদের চাপে পড়তেই হবে। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম পরিবর্তন করাটাই মনে হয় তাদের জন্য বড় চাপের।’

‘এটা ঠিক, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের দাঁত নড়বড়ে হওয়ায় সাধারণ মানুষ খুশিই হবে। এটা নিশ্চিত যে বর্তমান ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে পদ্ধতি মোটেও নির্ভরযোগ্য নয় এবং এর পরিবর্তনের জন্য চাপ বাড়তেই থাকবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply