Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যেভাবে আবার সম্ভব হবে রোনালদো-মেসি দ্বৈরথ




যেভাবে আবার সম্ভব হবে রোনালদো-মেসি দ্বৈরথ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। যেখানে শেষ আটে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লাইপজিগ। আর, পিএসজির প্রতিপক্ষ আতালান্টা। তবে, রিয়াল-বার্সা- য়্যুভেন্তাস ও বায়ার্ন মিউনিখের মত বড় দল গুলোর কোয়ার্টার ফাইনাল এখনো নিশ্চিত না হওয়ায়, কার বিপক্ষে কে লড়বে তা জানা যাবে ৮ আগস্ট। সেমিফাইনালে দেখা মিলতে পারে রোনালদো-মেসি দ্বৈরথ। সিংগেল লেগ পদ্ধতিতে টুর্নামেন্টের বাকি অংশের খেলা অনুষ্ঠিত হবে পর্তুগালের লিসবনে। শেষ বার কবে রোনালদো-মেসি দ্বৈরথ দেখেছেন মনে পড়ে ? স্মৃতির সেলুলয়েড ঘাটতে গেলে হয়তো ক্যালেন্ডারের অনেক গুলো পাতা ওল্টাতে হতে পারে। তবে সেই কষ্টটি আর করতে হবে না দর্শকদের। আক্ষেপের ভার হয়তো এবার ঘুচতে পারে। চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইউসিএলের শেষ ১৬'র এখনো চারটি ম্যাচ বাকি। যেখানে য়্যুভেন্তাস মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব লিও'র। আর দ্বিতীয় লেগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখক বাঁধা পেরোলেই রোনালদোর য়্যুভেন্তাস মুখোমুখি হতে পারে মেসির বার্সেলোনার। কোয়ার্টারের সূচিতে চোখ বোলানো যাক। রিয়াল- সিটির মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচে যে জিতবে, সে কোয়ার্টারের খেলবে য়্যুভেন্তাস ও লিঁও'র বিপক্ষে। অন্যদিকে, বার্সা- নাপোলি ও বায়ার্ন-চেলসির রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ এখনো বাকি। এই দুই ম্যাচের জয়ী দল কোয়ার্টারে একে অপরের মুখোমুখি হবে। আর আগেই কোয়ার্টার নিশ্চিত হওয়া ৪ দল লাইপজিক লড়বে অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর পিএসজির প্রতিপক্ষ আতালান্টা। কোয়ার্টার-সেমি ফাইনালে থাকছে না সেই চিরাচরিত ডাবল লেগ পদ্ধতিতে। সিংগেল লেগ পদ্ধতিতে পুরো টুর্নামেন্টই হবে পর্তুগালের লিসবনে। সেমিফাইনালের ড্র'ও অনুষ্ঠিত হয়েছে নিয়নে। ড্র'টা এমন, দুই দল কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে বার্সা-রিয়াল ধ্রুপদী লড়াইও দেখার সুযোগ মিলতে পারে। ৭ ও ৮ আগস্ট হবে রাউন্ড অব সিক্সটিনের বাকি চার ম্যাচ। তবে এখনো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনের ম্যাচ গুলো কবে নাগাদ হবে তার কোনো নির্দিষ্ট দিন ক্ষণ বলেনি উয়েফা। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে ফিরছে। দর্শকরা প্রিয় দলের খেলায় মজতে বুঁদ হয়ে আছে। রুগ্ন ধরণীতে সুসংবাদ আপাতত এটাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply