Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ওয়ানডে সুপার লিগে ইংলিশদের শুভসূচনা




   ওয়ানডে সুপার লিগে ইংলিশদের শুভসূচনা
ওয়ানডে সুপা
র লিগে ইংলিশদের শুভসূচনাইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বমূলক আসর 'বিশ্বকাপ সুপার লিগ'।  বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনা পরবর্তী রঙ্গিন পোশাকের ক্রিকেটের প্রথম ম্যাচে জয় পেলো ইংল্যান্ড। আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। 

টস হেরে প্রথমে ব্যাট করে ডেভিড উইলির বোলিং তোপে মাত্র ১৭২ রানে অল আউট হয় আইরিশরা। জবাবে, ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় থ্রি লায়নরা। সেই সাথে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে করলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

লম্বা বিরতির পর সাউদাম্পটনে শুরুটা একেবারে ভালো হয়নি সফরকারী আয়ারল্যান্ডের। প্রথম ওভারে অভিজ্ঞ স্টার্লিংকে হারায় তারা। ডেলানিকে সঙ্গ দিতে এসে ব্যর্থ হয়েছেন বালবির্নি, হ্যারি টেকটর। কেভিন'ও ব্রাইন এসে হাল ধরার চেষ্টা করেছেন। সঙ্গ দেয়া ডেলানি ফিরেন ২২ রানে। এরপর ক্যাম্পারকে নিয়ে এগিয়ে নেন অভিজ্ঞ কেভিন। ২২ রানে ফেরেন তিনি। এরপর ম্যাকব্রাইনকে নিয়ে হাল ধরেন ক্যাম্পার। ম্যাকব্রাইনের ৪০ আর অভিষিক্ত ক্যাম্পারের ৫৯ রানে ১৭২ রানে থামে আইরিশরা। ৫ উইকেট নিয়েছেন ডেভিড উইলি।

জবাব দিতে নেমে জেসন রয় এবং বেয়ারেস্টোর জুটি স্থায়ী হয় ১২ রান পর্যন্ত। ২ রানে ফেরেন বেয়ারেস্টো। এরপর রয় ২৪, ভিঞ্চ ২৫ রানে ফিরলে ৭৮ রানে ৪ উইকেট হারায় ইংলিশরা। পরে অবশ্য হাল ধরেন স্যাম বিলিংস এবং অধিনায়ক ইয়ন মরগান। বিলিংস ৬৭ আর মরগান ৩৬ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন উইলি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply