Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বৈশ্বিক চাপে হংকংয়ের মিডিয়া মুঘলকে মুক্তি দিল চীন




 

বৈশ্বিক চাপে হংকংয়ের মিডিয়া মুঘলকে মুক্তি দিল চীন আন্তর্জাতিক চাপের মুখে হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইকে জামিনে মুক্তি দিয়েছে চীন। বিদেশিদের সঙ্গে আতাতের অভিযোগে গেল (১০ আগস্ট) হংকংয়ের নতুন বিতর্কিত নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় জিমিকে। এরপরই আন্তর্জাতিক মহলে এ নিয়ে নিন্দার ঝড়ে উঠলে স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) তার জামিন মঞ্জুর করেন আদালত। মুক্তির পরপরই জিমি লাইকে অভিবাদন জানান অনেকে। গেল ১০ আগস্ট তাকে গ্রেফতারের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এ ঘটনা ইঙ্গিত করে যে, চীন অপ্রত্যাশিতভাবে হংকংয়ের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকংয়ের মানুষের ভালো চান বলে মন্তব্য করেন পম্পেও। দেড়শ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনের কাছে ফেরত দেয় ব্রিটেন। তখন থেকে অঞ্চলটি ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেয় বেইজিং। ৩০ জুন সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে পার্লামেন্টে অনুমোদনের পর সেদিনই এতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট। এ আইনে রাষ্ট্রদ্রোহ, বিধ্বংসী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চলা নিষিদ্ধ করা হয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়া তারা তল্লাশি করতে পারবে, সামাজিক মাধ্যম থেকে যে কোনো মেসেজ ডিলিট করতে পারবে এবং গ্রেফতার করতে পারবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply