Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গোপনে কেজিবি পদ্ধতিতেই অপারেশন, রুশ নেতার দেহ বিষক্রিয়ায় নীল




 

গোপনে কেজিবি পদ্ধতিতেই অপারেশন, রুশ নেতার দেহ বিষক্রিয়ায় নীল মস্কো: কোমায় চলে গিয়েছেন রাশিয়ার অন্তম পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিষের প্রভাবে অসাড় হয়ে গিয়েছে দেহ। নীলচে ভাব দেখা দিয়েছে। এমনই টুকরো টুকরো তথ্য উঠে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বিবিসি জানাচ্ছে, আলেক্সি নাভালনি ‘বিষক্রিয়ায়‘ হাসপাতালে অচেতন। সাইবেরিয়া থেকে মস্কো আসার পথে বিমানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে বিমান। সেখান থেকে টোমস্ক শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, হাসপাতালের চিকিৎসকদের ধারণা, কোনও বিষ গরম তরল পদার্থের মাধ্যমে দ্রুত আলেক্সির শরীরে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে বিমানে ওঠার পর চা পান করেছিলেন আলেক্সি। এর পরে বিমানের মধ্যে তিনি অচৈতন্য হয়ে পড়েন। প্রশ্ন উঠছে এখানেই। কে এভাবে তাঁর চায়ে বিষ মেশাতে পারে। আশঙ্কা করা হচ্ছে, পুরনো বিশ্ব বিখ্যাত গুপ্তচর সংস্থা কেজিবি বিভিন্ন সময়ে এমন পদ্ধতি ব্যবহার করেছিল। যদিও তার বেশিরভাগ প্রমাণ হয়নি। কিন্তু কার্যলপ্রণালী বিশ্লেষণে কেজিবি জড়িত সেরকম দাবি করা হয়। আলেক্সিকে বিষ প্রয়োগের ঘটনা সেই ইতিহাস কে মনে পড়িয়ে দিচ্ছে। আলেক্সির মুখপাত্র জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে ফ্লাইটে তাকে যে চান পান করতে দেওয়া হয়েছিল, তাতে হয়তো কিছু মেশানো হয়ে থাকতে পারে। কারণ সকাল থেকে তিনি শুধু ওই এক কাপ চা পান করেছিলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর টোমস্ক শহরের হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা স্পষ্ট কিছু বলতে চাইছেন না। তবে সবাই একবাক্যে স্বীকার করেছেন । রাশিয়া ফর দি ফিউচার পার্টির নেতা অালেক্সি বিষক্রিয়ায় আচ্ছন্ন। রুশ সংবাদ সংসদ তাস জানাচ্ছে, ৪৪ বছরের আলেক্সি প্রবল সমালোচক প্রেসিডেন্ট পুতিনের। তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply