Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নেশন্স কাপ: সুইসদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি




নেশন্স কাপ: সুইসদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি

নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। একই সময় বাসেলে জার্মানির বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। নেশন্স লিগের দ্বিতীয় আসরের শুরুটা তেমন একটা ভাল হয়নি জার্মানির। নিজেদের প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে হোঁচট খায় জার্মানরা। এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। প্রথম ম্যাচের ভুলটি শুধরে ঘুরে দাঁড়াতে চায় জার্মানি। গেলো ম্যাচে বেশকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থতার পরিচয় দেয় ফরোয়ার্ডরা। সেই সাথে রক্ষণভাগের ভুলের মাশুল গুনতে হয় জার্মানদের। তাইতো সুইসদের বিপক্ষে কৌশলেও কিছুটা পরিবর্তন আনছেন জোয়াকিম লো। ছক এঁকেছেন ৩-৪-২-১ ফরমেশনের। কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়ে জার্মানি। পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে। দু'দলের ১১ বারের দেখায় জার্মানদের ৭ জয়ের বিপরীতে সুইসদের জয় ২টিতে। দলে তেমন ইনজুরি নেই। তবে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে, চেলসিতে যোগ দেয়ায় তরুণ মিডফিল্ডার কাই হাভার্টজের সার্ভিস মিস করবে জার্মান শিবির। একাদশে ফিরছেন রবিন গোসেনস। সেই সাথে ভেরনার-লিরয় সানে- টনি ক্রুসদের উপর শতভাগ ভরসা রয়েছে জোয়াকিম লো'র। নেশন্স লিগে ইউক্রেনকে হারিয়ে মিশন শুরু করে সুইজারল্যান্ড। তাইতো আত্মবিশ্বাসের তুঙ্গে সুইসরা। এ ম্যাচে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের কথা মাথায় রেখে, রক্ষণভাগকে গুরুত্ব দিয়েছে স্বাগতিক কোচ। ছক এঁকেছেন ৫-৪-১ ফরমেশনের। যদিও ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না জারদেন শাকিরি। জার্মানদের সমীহ করেই ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply