Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড




স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী জান্নাত বেগমকে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. মোখলেছুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি মো. মোখলেছুর রহমান আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাড. বিধান কানুনগো জানান, ২০১৪ সালের দিকে আসামি মো. মোখলেছুর রহমানের সঙ্গে গুইমারার বড়পিলাক এলাকার মো. ফারুক মিয়ার মেয়ে জান্নাত বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান মো. জুবায়েদ। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাধ লেগে থাকত। তারই সূত্র ধরে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ঘাতক স্বামী মোখলেছুর রহমান তার স্ত্রী জান্নাত বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জান্নাত বেগমের পিতা মো. ফারুক মিয়া বাদি হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. বিধান কানুনগো বলেন, আসামির বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply